ঢাকা, রবিবার, ৫ মে, ২০২৪

নয় বছর পর ওয়ানডে দলে ফিরলেন কুপার

তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলতে প্রথমবারের মতো নেদারল্যান্ডস সফর করবে ইংল্যান্ড ক্রিকেট দল। আগামী ১৭ই জুন থেকে শুরু হতে যাওয়া সিরিজকে সামনে রেখে ১৮ সদস্যের দল ঘোষণা করেছে রয়্যাল ডাচ ক্রিকেট অ্যাসোসিয়েশন।


স্কোয়াডে রীতিমতো চমক দেখিয়েছে দেশটি। স্কোয়াডে নেওয়া হয়েছে নয় বছর আগে সবশেষ ওয়ানডে খেলা ব্যাটসম্যান টম কুপারকে। এই মিডল অর্ডার ব্যাটসম্যান সবশেষ ওয়ানডে খেলেছিলেন ২০১৩ তে আয়ারল্যান্ডের বিপক্ষে আমস্টারডামে। জাতীয় দলের জার্সিতে সবশেষ মাঠে নেমেছিলেনব ২০১৬ সালের টি-টুয়েন্টি বিশ্বকাপে। এবারও প্রতিপক্ষ সেই আয়ারল্যান্ড। আবারও ফেরানো হয়েছে প্রায় ৫০ গড়ের এই ব্যাটসম্যানকে।


স্কোয়াডে আছেন ১৯ বছর বয়সী বাঁ-হাতি স্পিনার টিম প্রিঙ্গেল। যিনি ছিলেন নিউজিল্যান্ড অনূর্ধ্ব-১৯ দলের বোলার। টিমের বাবা ক্রিস প্রিঙ্গেল নিউজিল্যান্ড এবং নেদারল্যান্ডস দুই দেশের হয়েই ওয়ানডে ক্রিকেটে প্রতিনিধিত্ব করেছিলেন।


ইংল্যান্ডের বিপক্ষে নেদারল্যান্ডসের ওয়ানডে স্কোয়াড:


পিটার সিলার (অধিনায়ক), স্কট অ্যাডওয়ার্ডস (উইকেট-রক্ষক), ফিলিপ্পে বইসসেভেইন, টম কুপার, আরিয়ান দত্ত, মুসা আহমেদ, শারিজ আহমেদ, লোগান ফন বিক, ক্লায়টন ফ্লইয়েড, ভিভিয়ান কিংমা, ফ্রেড ক্লাসেন, রায়ান ক্লেইন, বাস দে লিড, তেজা নিদামানুরু, ম্যাক্স ও’দুদ, টিম প্রিঙ্গেল, বিক্রমজিৎ সিং, শেন স্ন্যাটার ।

ads

Our Facebook Page